চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু বিখ্যাত লোক❤
★★বিশ্বখ্যাত বিশ্বতত্ত্ববিদ, গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ প্রফেসর জামাল নজরুল ইসলাম(J.N. ISLAM) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
★★সবচেয়ে কমবয়সী বিজ্ঞানী হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আলী হাওলাদার।
★★শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুছ (শিক্ষক)
★★ একুশে পদক বিজয়ী সাহিত্যিক হুমায়ুন আজাদ
★★সমাজবিজ্ঞানী, লেখক এবং দার্শনিক অনুপম সেন
★★শিক্ষাবিদ আনিসুজ্জামান
★★অধ্যাপক আল আমীন
★★সাহিত্যিক আবুল ফজল
★★ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদ
★★সাহিত্যিক আহমদ শরীফ
★★ চিত্রশিল্পী ঢালী আল মামুন
★★কবি ময়ুখ চৌধুরী
★★অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ
★★ শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞা
★★ইউজিসির চেয়ারম্যান এবং চবির সাবেক উপাচার্য আবদুল মান্নান
★★সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
★★ সাহিত্যবিশারদ আবদুল করিম
★★আরিফ আজাদ (লেখক)
★★কলামিষ্ট ও অর্থনীতিবিদ মইনুল ইসলামসহ আরো বেশকিছু শিক্ষক এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বা করেছেন। এছাড়া তোমাদের এইচএসসির রয়াসন বইয়ের লেখক সরোজ কান্তি সিংহ হাজারী, জীববিজ্ঞান বইয়ের লেখক গাজী আসমত, পরিসংখ্যান বইয়ের লেখক মনিন্দ্র কুমার রায়, বাংলা ব্যাকরণের লেখক ড. মাহাবুবুল আলম এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

0 Comments