বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণ ও সমাধান
এখন অনেকেই পড়তে বসলে যা হয়

👉 ধুর এত আগে পড়ে কি হবে, পরীক্ষার কয়েকদিন আগে পড়লেও তো হয়😒আর সবকিছু তো পড়া আছেই শুধু দেখে নিব 😊

▪ বই খুলে বসলে টেবিলে যা হয় 

👉 আরে এই ছুরিটা এখানে কেনো, দেখি ত ধার আছে কিনা😒
👉লাল কলম দিয়ে বড় করে নিজের নাম লিখলে খুব সুন্দর হয়
👉আজকে খেলাটা যে কেনো হারলাম, জিতলে হয় ত বড় ভাইরা খুব প্রশংসা করত😐
👉 ড্রয়ারের ভিতরে কি কি আছে দেখি😐
👉মোবাইল কত পার্সেন্ট চার্জ হয়েছে দেখি😒
👉আমি যদি সুপার ম্যান  হতাম, তাহলে কত সুন্দর হত.....

👉 আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে , আর খুব সকালে উঠার চেষ্টা করব, (পরের দিন সকাল 13 টায় ঘুমভাঙে 😒)
👉  কিছু একটা খাওয়ার ইচ্ছে করছে, দেখি আম্মু চা বানাচ্ছে কিনা😐
👉টিভি তে কি হচ্ছে এখন, একটু জেনে আসি😕
👉ইস টেবিলটা ময়লা হয়ে গেছে, এখনই পরিষ্কার করতে হবে

এভাবেই কেটে যায় অনেকের দিন,পরে যখন আর পড়ার সময় থাকে না তখন দিশেহারা হয়ে পরে💯💯✔
এগুলি থেকে দূরে থেকে পড়াশুনা করলেই ভালো এজন্য তোমরা যা যা করতে পারো তা নিচে দেয়া হলো😊

👉শুরুতেই তোমার পড়াশুনার জন্য মন স্থির করতে হবে। কখনোই ভাববে না যে এখনো অনেকদিন বাকি, কিছুদিন পরে পড়ব তাহলেই হয়ে যাবে। 

👉আর যদি কখনো তোমার কোন একটি বই পড়তে ইচ্ছা না করে তাহলে অন্য একটি বই পড়বা, জোর করে কখনো পড়তে  নেই। 

👉 পড়াশুনার সময় অস্থিরতা কাজ করলে আগে মন স্থির করে নিবা, এজন্য ঐ সময়ে পড়াশুনা বাদ দিয়ে হালকা একটু হাটাহাটি, গান শুনা, খাওয়া অর্থাৎ যেটা করতে ভালো লাগে সেটা করবা।  

👉 যদি তোমার বোর্ড বই পড়া শেষ হয় তাহলে তুমি তোমার প্রস্তুতিকে যাচাই করতে নানারকম প্রশ্ন সমাধান করবা।
 আর যদি তুমি ভর্তি পরীক্ষার্থী হও তাহলে তুমি #ইউনিক ঢাবি প্রশ্নব্যাংক, #বরেন্দ্র রাবি প্রশ্নব্যাংক,#চট্টলা  চবি প্রশ্নব্যাংক, জাবির জন্য #ক্লাইমেক্স প্রশ্নব্যাংক কিনে সমাধান করতে পারো, তাহলে তোমার প্রস্তুতি যাচাই হয়ে যাচ্ছে সেই সাথে এই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ বুঝে গেলে, অর্থাৎ এক ঢিলেই দুই পাখি মারা হয়ে গেলো। 

👉 আর সবসময়ই বাজারি বইয়ের উপর নির্ভরশীল না হয়ে তোমাদের মেইন বই এর উপর গুরুত্ব দিবা বেশি করে,তাহলেই সবথেকে ভালো।  আর ভর্তি পরীক্ষার সময় সহায়ক বই হিসেবে #ইউনিক_পাবলিকেশন্স এর #পাওয়ার_সিরিজের বইগুলো পড়তে পারো তাহলে অনেকটা এগিয়ে থাকবা। 

👉 আর প্রতিদিন যে ১২-১৬ ঘন্টা পড়তে হবে এমনটা না, তুমি রুটিনমাফিক ৬/৭ পড়লেই হবে কিন্তু সেটা মনোযোগ সহকারে পড়তে হবে। 

উপরের যেভাবে বলা হলো সেভাবে যদি কেউ পড়তে পারো তাহলে আশা করি ভালো মত পড়াশুনা করতে পারবে। আর ভালোমত পড়াশুনা না করলে যখন রেজাল্ট খারাপ হবে তখন বুঝতে পারবা পড়াশুনা না করার ক্ষতি, ভালোমত পড়াশুনা করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে তারপর না হয় কিছুদিন বিন্দাস ভাবে কাটিয়ে দিলে 😊যাইহোক সকলের জন্য শুভ কামনা রইলো।