ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো যখন ১৪ বছরের ছিলেন তখন তার মাকে বলেছিলেন, আমাকে একটি ফুটবল কিনে দাও!


তার মা প্রতিউত্তরে বলেছিলেন, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু তা কেনার মত আমাদের পারিবারিক সামর্থ্য নেই।


মার্সেলোদের বাসার পাশেই একটি খেলার সামগ্রীর দোকান ছিল। মার্সেলো সেই দোকানে গিয়ে দোকানদারকে বললেন, আ


পনি কি আমাকে একটা ফুটবল দিতে পারেন? আমি যখন প্রফেশনাল ফুটবলার হবো তখন আমি আপনার ফুটবলের দাম দিয়ে দিবো।


দোকানদার মার্সেলোর কথা শুনে হাসলেন এবং বললেন, ঠিক আছে। আমি তোমাকে ফুটবল দিচ্ছি। কিন্তু অবশ্যই আমার টাকা পরিশোধ করতে ভুলবেনা।


মার্সেলো সেদিন খুবই অবাক হয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন দোকানদার তার কথায় রাজী হয়েছিল। তিনি ভাবলেন যেহেতু তাদের বাসার পাশের দোকান তাই দোকানদার বন্ধুত্বতা দেখিয়েছেন।


মার্সেলো যখন তার ফুটবল জীবনের প্রথম প্রফেশনাল চুক্তি করেছিলেন তখন তিনি পুনরায় সেই দোকানে ফিরে গিয়েছিলেন। তিনি দোকানদারের পাওনা পরিশোধ করার পাশাপাশি দোকানের সমস্ত ফুটবল কিনে নেন এবং তা গরিব ও বঞ্চিত ফুটবলারদের মধ্যে বিতরণ করে দেন।


- ফুটবলার মার্সেলোর আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেয়া।